কুরআন সম্পর্কে বিশ্বের খ্যাতনামা লেখকদের অভিমত

কুরআন সম্পর্কে অভিমত
কুরআন সম্পর্কে অভিমত

কুরআন সম্পর্কে অভিমত

সূরা মুদদাসসির এর ৩০ নং আয়াতটি বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি আকৃষ্ট হয়। এটাকে অন্যান্য অভিযোগের জবাব হিসেবেও চিহ্নিত করা যেতে পারে। প্রথমতঃ অবিশ্বাসীরা হযরত মোহাম্মদকে (সা) 'পাগল' হিসেবে চিহ্নিত করতে চেয়েছিল। তারা যখন দেখল যে আরবের লোকেরা এবং হযরতের আত্মীয়-স্বজন, নিকটজন তাঁর আহ্বানে সাড়া দিতে লাগলো এবং সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিগণও ধীরে ধীরে ইসলাম কবুল করতে শুরু করল, তখন অবিশ্বাসীরা তাদের অভিযোগের ধারা বদলিয়ে ফেললো। তারা মোহাম্মদকে (সা) তখন 'পাগলের' পরিবর্তে যাদুকর' হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালালো। তারা এই বলে অভিযোগ আনতে শুরু করলো যে হযরত মোহাম্মদ (সা) কোরআনের সুন্দর সুন্দর আয়াতগুলোর দ্বারা লোকজনকে সম্মোহিত করছেন, যাদু করছেন।

লেখক টমাস কার্পলাইল

হযরত মোহাম্মদ (সা)-এর বিরুদ্ধে আনীত এই নতুন অভিযোগের প্রেক্ষিতে বিশ্ব বিখ্যাত লেখক টমাস কার্পলাইল পরবর্তীকালে অবিশ্বাসীদের এই অভিযোগের জবাব সুন্দর করে লেখনীতে প্রকাশ করেছিলেন।

"Forger and Juggler? No, no! This great fiery heart,seething, simmering like a great furnace of thoughts, was not a juggler." অর্থাৎ প্রতারণা এবং ভেলকি? না, কখনই নয়! এই মহৎ তেজোদীপ্ত হৃদয় যিনি চিন্তার জগতে এক বিরাট আলো নিয়ে সুন্দর ও ধীর গতিতে প্রভাব বিস্তার করছিলেন, তিনি কখনই বাজীকর ছিলেন না।"

সেই সময় মক্কার কুসংস্কারাচ্ছন্ন পৌত্তলিকগণ মহান আল্লাহর নির্দেশ বুঝতে অক্ষম ছিল। পুরুষ ও মহিলারা পশুর মতো জীবন ধারণ করতো। এরাই যখন মোহাম্মদ (সা)-এর সুন্দর আহ্বানে সাড়া দিলো, তখন অবিশ্বাসীরা এটাকে যাদু বা ভেলকিবাজী বলে আখ্যায়িত করতে লাগলো। আসলে তারা ছিলো তাদের যুগের এবং পরিবেশের শিকার। এর প্রেক্ষিতে সূরা মুদদাসসির-এর ২৪নং আয়াতে অবিশ্বাসীদের অভিযোগের বর্ণনা দেয়া আছে, “এটা যাদু ছাড়া কিছুই নয়।"

إِنْ هَذَا إِلَّا قول البشر. ''এটাতো মানুষেরই কথা ।''(সূরা মুদদাসসির : ২৫ আয়াত)

সেই যুগের অবিশ্বাসীদের মতো বর্তমান যুগেও অমুসলিম বন্ধু ও সমালোচকরা এই একই ধারণা পোষণ করে থাকেন। এমনকি ইসলামের সুহৃদ সমালোচক বন্ধু টমাস কার্লালাইলও এ দোষ থেকে মুক্ত নন। এই দুর্বলতা এবং সত্য থেকে বিচ্যুতি আর কিছুই নয়। হযরত মোহাম্মদ (সা)কে পবিত্র কোরআনের রচয়িতা হিসেবে চিহ্নিত করা। অথচ হযরত মোহাম্মদ (সা) সব সময়ই বলে এসেছেন কোরআন আল্লাহর বাণী, যা তাঁর নিকট নাযিল হয়েছিল। অথচ শত্রুরা বলে থাকে :

ان هذا الا قول البشر. “এটাতো মানুষেরই কথা ছাড়া আর কিছু নয়” (সূরা মুদদাসসির : ২৫ আয়াত)

অপর কথায় অবিশ্বাসীরা বলে থাকে হযরত মোহাম্মদই (সা) পবিত্র কোরআনের রচনাকারী। তিনি নিজের কথাকে আল্লাহ্র বাণীরূপে প্রচার করে ছিলেন (নাউজুবিল্লাহ)। ফলে কোরআন তাঁরই রচনা। তিনি এটাকে ইহুদী ও খ্রীষ্টান ধর্মগ্রন্থের নকল অথবা উভয়ের সংমিশ্রণে রচনা করেছিলেন বলে তারা বিশ্বাস করে থাকেন।

আসুন, দেখা যাক বিশ্বের বিখ্যাত অমুসলিম লেখক ও ইসলামের সমালোচকগণ তাদের জ্ঞাত বা অজ্ঞাতসারে এই ভুলের আশ্রয় নিয়ে কিভাবে বলে থাকেন যে কোরআন হয়রত মোহাম্মদের (সা) রচনা।

ইতিহাসবেত্তা গিবণ

প্রখ্যাত ইতিহাসবেত্তা গিবণ তাঁর “ডিক্লাইন এণ্ড ফল অব দ্যা রোমান এম্পায়ার” (Decline and Fall of the Roman Empire) এ ইসলাম ও কোরআন সম্পর্কে মতামত রাখতে গিয়ে বলেন!

"The creed of Muhammad is free from the suspicions of ambiguity, and therefore the religious text could be a wonderful testimony to the unity of God."

অর্থাৎ "মোহাম্মদের ধর্মমত মতদ্বার্থকতার সন্দেহ থেকে মুক্ত এবং কোরআন হচ্ছে আল্লাহ্র অস্তিত্ব সম্পর্কে একটি মহিমাময় সাক্ষ্য।" অন্ত এই মহান ব্যক্তি অবিশ্বাসী হিসেবে মৃত্যুবরণ করেন। বিগত শতাব্দির মহান চিন্তাবিদ টামস কার্লাইল তাঁর "হিরোজ এর হিরো ওরশিপ” (Heroes and Hero worship) গ্রন্থের বিশেষ শিরোনাম 'দি হিরো এজ প্রফেট' (The Hero as Prophet) এ হযরত মোহাম্মদ (সা) সম্পর্কে উল্লেখ করেন,

"The word of such a person could be a voice direct from nature's own heart. Men do and should hear that on nothing else. All else is wind as compared."

"অর্থাৎএকজন মহান মানুষের কথা সরাসরি প্রকৃতির হৃদয় থেকে আসে। এই কথাগুলো শোনা এবং অনুসরণ করা ছাড়া মানব সমাজের আর কিছুই করার নেই। এগুলির তুলনায়, অন্যগুলিকে কেবল বায়বীয় পদার্থ হিসাবে চিহ্নিত করা যেতে পারে। " এর অর্থ হলো হযরত মোহাম্মদ (সা) যা বলে গেছেন এবং কোরআনে যা আছে তার সাথে তুলনা করলে অন্যান্য মহাপুরুষের বাণী হচ্ছে 'রাবিশ বা আবর্জনা।"

রেভারেন্ড আর, বসওয়ার্থ স্মিথ 

রেভারেন্ড আর, বসওয়ার্থ স্মিথ ছিলেন একজন খ্রীষ্টিয়ান পাদ্রী। তাঁর রচিত গ্রন্থ "মোহাম্মন ও মোহামেডানিজম" (Muhamed And Muhamedanism) এ হযরত মোহাম্মদ (সা) এবং পবিত্র কোরআন সম্পর্কে বলতে বাধ্য হয়েছিলেন :

"Himself illiterate, scarcely able to scan or write: he was nevertheless the author of a book, that could be a verse form, a code of laws, a book of common prayer, and a Bible—all in one. And to the present day honored for purity of fashion, wisdom, and truth." By simple fraction of all human beings as a miraculous miracle. this is often a miracle claimed by Muhammad. His permanent miracle he calls it and it's a miracle!"

“অর্থাৎ“তার মানে তিনি নিজেও নিরক্ষর ছিলেন। লিখতে-পড়তে জানতাম না। কিন্তু তিনি ছিলেন একটি বইয়ের লেখক। যে এটি একটি কবিতা, একটি আইন, একটি সাধারণ প্রার্থনা এবং একটি বাইবেল, তাই বলতে গেলে, একের মধ্যে অনেকগুলি। পৃথিবীর ছয়ভাগের একভাগ মানুষ-এর অলৌকিক বিশুদ্ধ পদ্ধতি, সত্য ও জ্ঞানের কারণে আজও ভক্তিভরে অনুসরণ করে। মোহাম্মদ দাবী করতেন এটা অলৌকিক এবং অলৌকিকত্বের উপর-এর অবস্থান এবং সত্যিই এটি একটি অলৌকিক গ্রন্থ।”

মাইকেল এইচ হার্টের কথা

বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ প্রশংসাকারীর তালিকায় মাইকেল এইচ হার্টের কথাই ধরা যাক। পার্থিব এবং আধ্যাত্মিক উভয় দিকে হযরত মোহাম্মদ (সা) ছিলেন ইতিহাসের একজন প্রভাবশালী ব্যক্তি। এই কথা বলে তিনি উপসংহার টেনেছেন । ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণ হিসেবে মিঃ হার্ট বোধ হয় তার অবচেতন মনের একটি অভিব্যক্তি গ্রন্থের ৩৯ পৃষ্ঠায় প্রকাশ করেছেন। আর তা হলো ,

"In addition, he is the author of the Muslim holy scriptures... The Qur'an, a collection of certain ideas of Muhammad that he believed Allah had revealed directly to him."এর পরেও তিনি ছিলেন মুসলমানদের পবিত্র ধর্ম গ্রন্থ কোরআনের রচয়িতা । এটা মোহাম্মদের (সা) অন্তরদৃষ্টির কতকগুলো বাণী, যা তিনি আল্লাহর নিকট থেকে প্রাপ্ত হয়েছেন বলে বিশ্বাস করতেন।”

এখানে 'কোরআনের রচয়িতা' শব্দগুলো, টমাস কার্লাইল এর 'এইরূপ মানুষের বাণী' এবং রেভারেন্ড আর, বসওয়ার্থ স্মীথের লেখা, 'তবুও তিনি একটি গ্রন্থের রচয়িতা। এইগুলো লক্ষ্য করলে সহজেই বোঝা যাবে, কেন তাঁরা ইসলাম গ্রহণ করেননি। আল্লাহ তায়ালা এই জন্যেই অবিশ্বাসীদের উক্তি পবিত্র কোরআনের তুলে ধরেছেন ,

إِن هذا الا قول البشر. "ইহা মানুষের কথা ছাড়া আর কিছুই নয়” ( সূরা মুদদাসসির -২৫ )

অর্থাৎ অবিশ্বাসীদের মতে পবিত্র কোরআন মানুষের রচনা।

 

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

নবীনতর পূর্বতন
"'glt'"/body>